• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

ফকিরহাটের লখপুর অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে গেছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২৩

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা গ্রামে তিনিট বসতঘর পড়ে গেছে। রোববার দিবাগত রাত ২টা দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, একটি ঘরে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পরপর তিনি ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ঘন্ট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী খায়রুল মোল্লা জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখেন ঘরে দাও দাও করে আগুন জ¦লছে। আগুন দেখে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ফার্ণিচার, চাল—ডাল, জামা—কাপড় আসবাসপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, সাধারন সদস্য কবির মোড়ল, তাসলিমা লতা, মো. সেলিম শেখ। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ পরিবার কে আর্থিক সহযোগিতার আস্বাস দেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads